অস্বাভাবিক দাম বাড়া এবং নদীর ইলিশ অপর্যাপ্ত হওয়ায় আমরা আপাতত ইলিশ বিক্রি আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে ১ কেজি সাইজ লোকাল ইলিশ চাঁদপুরে দাম হাকাচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকা কেজি। আবার মাছ পাওয়া যাচ্ছে খুব অল্প পরিমাণে, এই অল্প মাছ নিয়ে নিলামে কাড়াকাড়ি দশা। ইলিশের এত বাড়তি দাম ও অপর্যাপ্ততা গত কয়েক বছরে দেখা যায়নি। দাম সহনীয় এবং মাছ এবেইলেবেল হলে আমরা আবার বিক্রি শুরু করবো। পেইজে সব আপডেট পাবেন।
এমন দামে ইমারজেন্সি ইলিশ প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01400512451